মোহাম্মদপুরে জোড়াখুন: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেফতার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ভয়াবহ জোড়াখুনের ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঝালকাঠি জেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, জোড়াখুনের ঘটনার পরই আয়েশা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হচ্ছে।

আরও পড়ুন: বিমানবাহিনীতে আসছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা চলছে। ঘটনার নেপথ্যের কারণ ও অন্যান্য জড়িতদের বিষয়ে তথ্য জানতে আয়েশাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।