প্রেসক্লাবে হয়ে গেল আধ্যাত্মিক কবিতা উৎসব

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ‌‘বাংলাদেশ-ভারত আধ্যাত্মিক কবিতা উৎসব- ২০২৪’।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কবি এনামূল হক পলাশ, নিমগ্ন এক কাব্যসাধক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন, ভারতের লেখক-সম্পাদক কবি মুকুল চক্রবর্তী, ভারতের লেখক-সংগঠক কবি চৈতালি দাস মজুমদার, অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কবি নাজমা বেগম নাজু, কবিতা উৎসব কমিটির আহ্বায়ক মনি খন্দকার, প্রধান সমন্বয়ক বশির হোসেন মিয়া প্রমুখ। সাহিত্যিক, সংগঠক ও ছড়াকার আরিফ বিল্লাহ মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

কবিতা উৎসবে আগত কবি-সাহিত্যিকরা সুফিবাদের ওপর স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি সুফিবাদের ওপর আলোচনা করেন।

আরও পড়ুন: শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

আলোচনা সভায় বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন বলেন, সুফিবাদ বাংলাদেশ ও ভারতে যেমন চর্চা হয়, তেমনি এখন তুরস্কসহ বিভিন্ন দেশেও চর্চা হচ্ছে। আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমরা শুদ্ধ জীবনের চেষ্টা করব। আধ্যাত্মিকতার মধ্যে মানবতা, সৌন্দর্য, মহানুভবতা, মূল্যবোধ রয়েছে।

কবিতা উৎসবে লেখক-গবেষক অধ্যাপক হাসান আবদুল কাইয়ূমকে (মরণোত্তর) ও কবি অরুণ কুমার চক্রবর্তীকে সম্মাননা পদক দেওয়া হয়।