জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় হত্যা মামলার আসামি মো. কামরুল ইসলাম বাকিবিল্লাহ (৩৫)কে পটুয়াখালীতে গ্রেপ্তার করেছে ডিবি। 

সে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নূর মোহাম্মদের পুত্র। রাত সাড়ে সাতটার দিকে ইটবাড়িয়া ২ নং ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।    

আরও পড়ুন: ঢাকার যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার

ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ধৃত বাকিবিল্লাহ পটুয়াখালী জেলা যুবলীগের সদস্য, সজিব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে।

সে  পটুয়াখালী জেলায় নাশকতা সৃষ্টির  পরিকল্পনা করছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।  এছাড়া সে ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলা নং ০৪ তারিখ-০২/১১/২০২৪  ধারা-১৪৮/১৪৯/১২০বি/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ২০ নং পলাতক আসামি। উক্ত মামলায় শেখ হাসিনা এজাহার নামীয় ০১ নং আসামি। গ্রেপ্তারের পর তাকে পটুয়াখালী সদর থানায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ডিএসসিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নতুন কমিটি: আহ্বায়ক কিবরিয়া সদস্য সচিব ইমরান