কাকরাইল গির্জায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য ছিলেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড
ডিএমপি জানায়, রাজধানীতে সংঘটিত এ জঘন্য ও কাপুরুষোচিত হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সঙ্গে সমন্বয়ে শহরজুড়ে অভিযান জোরদার করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা শহরের সকল গির্জা, মন্দির, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ রাজধানীতে দুটি বাসে আগুন
অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলেছে, আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় সহাবস্থানে কোনো ধরনের নাশকতা বা বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।





