দেশের ইতিহাসে এক বছরে রেমিট্যান্স আয়ে রেকর্ড ৩০ বিলিয়ন ডলার

বাংলাদেশের ইতিহাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন মাইলফলক যুক্ত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।
রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: অর্থবছরের শুরুতেই সুবাতাস রেমিট্যান্সে, এলো ৩০ হাজার কোটি টাকা
প্রতিবেদন অনুযায়ী, শুধু জুন মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৪ কোটি মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী প্রায় ৩০ হাজার ৯৭৮ কোটি টাকার বেশি।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে ৩৬ কোটি ১২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার।
আরও পড়ুন: ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় চলতি অর্থবছরে (২০২৪-২৫) রেমিট্যান্স প্রবাহ ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে, দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, যার পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা এবং কঠোর হুন্ডি বিরোধী অভিযান এই রেকর্ড অর্জনে বড় ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।