অক্টোবরে রপ্তানি আয়ে ৫.৪১ শতাংশ প্রবৃদ্ধি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০০ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার মিলিয়ন মার্কিন ডলার, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ৫.৪১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৬,১৩৭.০৩ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের ১৫,৭৮৬.৩২ মিলিয়ন ডলার তুলনায় এটি ২.২২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

রপ্তানি খাতে এবারও তৈরি পোশাক শিল্প (RMG) তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। অক্টোবর মাসে একাই এই খাত থেকে অর্জিত হয়েছে ৩,০১৯.৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে নিটওয়্যার ও ওভেন পোশাক রপ্তানি আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: এলপিজির নতুন দাম নির্ধারণ

তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি এবং হালকা প্রকৌশল পণ্য—এই খাতগুলো দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

রপ্তানি গন্তব্যের দিক থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হিসেবে শীর্ষে রয়েছে, যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৮৯ শতাংশ এবং ২.৮২ শতাংশ। একই সময় চীন, সৌদি আরব, কানাডা এবং স্পেনেও বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ২৫ শতাংশ, ১৫.৩৭ শতাংশ, ১২.৩৬ শতাংশ ও ১২.৬৪ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: রেকর্ড ৭৩তম বারের মতো স্বর্ণের দাম বাড়ালো বাজুস

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব থাকা সত্ত্বেও বাংলাদেশ রপ্তানি আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। মাসওয়ারি প্রবৃদ্ধি ও খাতভিত্তিক বৈচিত্র্য বাংলাদেশের রপ্তানি শিল্পের স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুসংহত করছে।