বিমানবন্দর এলাকার গার্মেন্টস কারখানায় ছুটির পরামর্শ বিজিএমইএর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সম্ভাব্য জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক নোটিশে সোমবার (২২ ডিসেম্বর) এ পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল সোনা

নোটিশে উল্লেখ করা হয়, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ জানায়, ওইদিন উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি–রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলের ওপর নির্ভরশীল: গভর্নর

এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানার মালিকদের সার্বিক বিষয় বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে যেকোনো একদিন দায়িত্ব পালন করানোর শর্তে কারখানায় ছুটি দেওয়া যায় কি না, তা বিবেচনা করার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।

এ ছাড়া জরুরি আমদানি ও রপ্তানি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।