এসএসসি পরীক্ষায় কঠোর নির্দেশনা দিলো মাউশি

এসএসসি ও সমমান পরীক্ষার মাত্র একদিন বাকি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে পরীক্ষায় বসবে ১৯ লাখ ২৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী। তারা একেবারে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষা বোর্ড, জেলা-উপজেলা ও কেন্দ্রসচিব পর্যায়ের কর্মকর্তারা।
এরই মধ্যে নকলমুক্তভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শেষ করার জন্য মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে সোমবার (৭ এপ্রিল) এ নির্দেশনা দেয়। মঙ্গলবার (৮ এপ্রিল) এ চিঠি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা
চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল, বৃহস্পতিবার হতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ১৯ মার্চ একটি স্মারকপত্র পাঠানো হয়। স্মারকপত্রের মর্মানুযায়ী—পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, মন্ত্রণালয়ের ১৯ মার্চের স্মারকপত্রে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাউশির অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রয়োজনীয় নির্দেশনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান