ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছিল মরা-পঁচা মুরগি, দুই দোকান বন্ধ

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের জাকিরের দোকানে বিক্রি হওয়া হালিমে মরা ও পঁচা মুরগির মাংস পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের খাবারে কয়েকজন শিক্ষার্থী হালিম খেতে গিয়ে মাংস থেকে দুর্গন্ধ পান। বিষয়টি দোকানের পরিচালক জাকিরকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে হালিম বিক্রি বন্ধ করে দেন।

পরে শিক্ষার্থীরা ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও সিকিউরিটি অফিসারকে অবহিত করলে তারা নিয়ম অনুযায়ী দোকানটি সিলগালা করে দেন। তবে দোকান পরিচালক জাকির দ্রুত হালিম ড্রেনে ফেলে দেন, যাতে নমুনা পরীক্ষা করা সম্ভব না হয়।

আরও পড়ুন: জবি ও বাহাদুর শাহ পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

এদিকে, আজ সকালে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সেলিমের দোকানেও একই ধরনের মরা মুরগির ব্যবহার ধরা পড়ে। জাকির ও সেলিম উভয়েই স্বীকার করেছেন যে তারা আনন্দবাজারের ব্যবসায়ী তাহের ও রিপনের কাছ থেকে ফ্রিজিং মুরগি সংগ্রহ করেছেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবিলম্বে খাদ্যসামগ্রী ক্রয়ের একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন: ভোটগ্রহণ ১৫ অক্টোবর