ডাকসুর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত রাখার হাইকোর্টের আদেশ বুধবার পর্যন্ত কার্যকর থাকবে না। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই নির্দেশ দেন। এ বিষয়ে বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
হাইকোর্টের আদেশ স্থগিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, “ডাকসু নির্বাচনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল। আগামীকাল ফুল কোর্টে শুনানি।"
আরও পড়ুন: সাংবাদিক নির্যাতন মামলা, সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। তবে ওই দিনই চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে।