এলজিইডিতে মারামারি, আটক ১৫

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৪ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উচ্চ আদালতের আদেশের আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।  বুধবার (২০ নভেম্বর) সকালে বিক্ষোব্দ কর্মচারীরা অতিরিক্ত প্রধান প্রকৌশলীর রুমে গেলে তিনি রাগান্বিত হয়ে কর্মচারীদের চেয়ার নিয়ে মারতে যান তখন ক্ষিপ্ত কর্মচারীরা তাকে ধাক্কা দেয়। 

এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দফতরে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারি ও নিয়োগের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে এলজিইডির দ্বিতীয় তলায় মিটিং করে আন্দোলনরতদের সরিয়ে দেয়। এ সময় পুলিশ এসে ১৫ - ২০ জন কর্মচারীকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন: একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক