শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল ‘আপ বাংলাদেশ’
ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শুক্রবার (৯ মে) বাদ জুমা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এই দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
আরও পড়ুন: বিএনপির যেসব প্রভাবশালী নেতা মনোনয়ন পাননি
এ বিষয়ে আলী আহসান জুনায়েদ বলেন, ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে জুলাই গণঅভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা।
তিনি আরও বলেন, “আমরা ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে চাই। একই সঙ্গে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক রহমান
নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কে কারা থাকবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শীর্ষ পদে কতজনকে রাখা হবে, সে বিষয়ে স্পষ্ট করেননি কেউ।
উল্লেখ্য, গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে ১০ এপ্রিল ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ করেন তিনি।





