রফিকুল আলম মজনুকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ৩১ মে ২০২৫ | আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দেখতে শনিবার (৩১ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম। 

এসময় তাঁর সাথে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস‍্য সচিব তানভীর আহমেদ রবিন। 

আরও পড়ুন: আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই: এনবিআর

ব‍্যারিস্টার আবু সায়েম অসুস্থ বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। 

উল্লেখ্য, গত ২৮ মে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল আলম মজনু। 

আরও পড়ুন: ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে সংগ্রহ করা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা

পরে বুকের ব্যথা বাড়লে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।