এস আলম গ্রুপের ১১৩ কোটি টাকা ফ্রিজের আদেশ

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
আরও পড়ুন: চার বিশ্বনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে: প্রেস সচিব
দুদকের পক্ষে উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানিলন্ডারিং (অর্থপাচার) সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে প্রমাণ মেলে যে, তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় থাকা ৫৩টি হিসাবের টাকা অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন।
আরও পড়ুন: এস আলমের মালিকসহ তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব অর্থ সরিয়ে নেওয়া হলে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারার আওতায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করা জরুরি হয়ে পড়ে।
আদালত উক্ত যুক্তিগুলো পর্যালোচনা করে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের মোট ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ ফ্রিজের আদেশ দেন।
প্রসঙ্গত, এস আলম গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছে। মানিলন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে সংস্থাটির কার্যক্রমের ওপর তদন্ত চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা।