শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ছবিঃ সংগৃহীত
শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বিএনপি গঠিত একটি টিমের প্রধান। এই টিমে লুৎফুজ্জামান বাবর ছাড়াও সাবেক সিনিয়র সচিব ও কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন। বৈঠকে তারাও ছিলেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরো ছিলেন বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের (আইজি) বাহারুল আলম।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা