সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না: ড. মঈন খান

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়, গণতন্ত্র উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরোণের কথা বলছে একটি পক্ষ তার বিরোধীতা করছে। 

শনিবার (৩১ মে) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী

এ সময় তিনি আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনের বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বিএনপি গনতান্ত্রিক একটি রাষ্ট্র গঠণের জন্য বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আর যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে, তারা রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জনগনকে ভয় পায়। তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এড: জসিম উদ্দিন, সহ-সভাপতি এড: কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন প্রমুখ। 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন বক্তব্য স্বৈরাচারের পদধ্বনি : ডা. জাহিদ