তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবদুস সালাম আজাদের

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র, আইনের শাসন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করাই ছিল বিএনপির মূল লক্ষ্য।
তিনি অভিযোগ করেন, “বাংলাদেশের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন আছে, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী টিকে থাকতে পারবে না।”
আরও পড়ুন: আ.লীগ ও জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: সারজিস আলম
শনিবার, ৬ই সেপ্টেম্বর বিকেলে মুন্সিগঞ্জ-২ নির্বাচনী এলাকার টংগিবাড়ী উপজেলায়, টংগিবাড়ী উপজেলা মাঠ প্রাঙ্গণে—টংগিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম আজাদ বলেন, “বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।”
আরও পড়ুন: মহানবীর রাষ্ট্রব্যবস্থা ছাড়া মুক্তি নেই: ইমাম হায়াত
তিনি বলেন, “জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। কিন্তু আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবার প্রতি আহ্বান, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনবিরোধী সব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।
সভাপতিত্বে: আলহাজ আলী আজগর রিপন মল্লিক, সভাপতি, টংগিবাড়ী উপজেলা বিএনপি।
চাইলে আমি চাইলে পরিবর্তিত অংশগুলিও আলাদা করে হাইলাইট করে দেখাতে পারি। কি সেটা চান?