জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদে স্বাক্ষর কোনো জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ
নাহিদ ইসলাম বলেন, প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে। তিনি বলেন, ‘জাতীয় শ্রমিক শক্তি ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। শ্রমিক শ্রেণির মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠাই এখন আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানে তিনি জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নামও ঘোষণা করেন।
আরও পড়ুন: উপদেষ্টাদের কল রেকর্ড ফাঁসের হুমকি বেআইনি ও ব্ল্যাকমেইলিং: রিজভী
নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতিতে শ্রমিক শ্রেণির সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। জাতীয় শ্রমিক শক্তি এই পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।