চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৮ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গণভোটসহ পাঁচ দফা দাবিতে উত্তাল পল্টন

এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলির ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আমি নিজেই হাসপাতালে যাচ্ছি।”

ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।”

আরও পড়ুন: খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।