পাটুরিয়া ও আরিচায়

কুয়াশার কারণে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৬:৩৩ পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৬ ঘণ্টা বন্ধ থাকার পরে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল শুরু হয়। এর আগে  রাত ৪টা থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের এজিএম আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমতে থাকায় সকাল ১০টায় নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া ঘাটে আসি। ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চসহ সকাল নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল ১০টায়ও নদী পার হতে পারিনি। এখানে এই তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। 

দীর্ঘ ছয় ঘণ্টা ফেরি বন্ধ থাকায় অপেক্ষমাণ যানবাহনের সারি পাটুরিয়া ঘাট থেকে চরের ডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ছড়িয়ে গিয়েছিল। 

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী