চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৪ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা কারাগারে দিলীপ কুমার বিশ্বাস (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামি শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

দিলীপ কুমার ঝিনাইদহের শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, চেক প্রতারণা মামলার দিলীপ কুমারের এক বছরের সাজা হয়। চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় জেলা কারাগারে তাকে হস্তান্তর করা হয়। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। শনিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এ বিষয়ে চুয়াডাঙ্গা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন জানান, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।