বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ায়

চোরাকারবারি গ্রেফতার সহ, অর্ধ কোটি টাকার মালামাল জব্দ

Any Akter
সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৪৩,৫৫,১৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ০১ জন মাদক চোরাকারবারী আটক। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মাদলা, মঈনপুর ও কসবা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি কর্তৃক ২৪ নভেম্বর ২০২৪ তারিখে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৩,৫৫,১৫০/- (তেতাল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক, বিভিন্ন প্রকার মালামাল জব্দ এবং ০১ (এক) জন আসামীকে আটক করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় বাঁজি ৩৫৬০০ পিস, রসুন ১০৮ কেজি, শাড়ি ৪৭ পিস, চাউল ২১৬ কেজি, চিনি ২৩৭৫ কেজি, হুইস্কি ০৪ বোতল, গাঁজা ২৭ কেজি এবং ০১ টি বাংলাদেশী প্রাইভেট করা। এছাড়াও আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ নাদিম মাহমুদ (২৪), পিতাঃ মাসুদ করিম, গ্রাম- চালাবন্দ, ডাকঘর- আজমপুর, থানা-দক্ষিণখান (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), জেলা-ঢাকা।

আটককৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবি অধিনায়ক  লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি আমাদেরকে বলেন

আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে।