মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

রোববার (৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. মাহামুদুল হাসান শিবলী (২৩) এবং সুনামগঞ্জ জেলার বালীকান্দি এলাকার ইমতিয়াজ আলীর ছেলে মো. ইমন।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জব্দ করা গাঁজার ওজন ৫ কেজি, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।