নানুপুর জামিয়া মাদ্রাসা মসজিদে আড়াই হাজার মুসল্লির ইতিকাফ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ৬:০২ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতিবছরে ন্যায় এবারও চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসা মসজিদে ইতিকাফ আয়োজন করা হয়েছে। ত্রিতলবিশিষ্ট এই মসজিদে এবার প্রায় আড়াই হাজার মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বাংলাদেশে বৃহত্তম ইতিকাফের আসর। 

ইতিকাফকারীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সাহরি ও ইফতারসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাদরাসার ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছে। তারা কাপড় ধোয়া, বিছানা গোছানোসহ প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ইতিকাফকারীদের দোয়া নিতে ও সহযোগিতা করতে আসছেন। 

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার

নানুপুর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ছালাহ উদ্দীন নানুপুরী বলেন, অর্ধশত বছর আগে আমাদের মুরুব্বিরা এই ইতিকাফ শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ, প্রতি বছর এর পরিধি বাড়ছে। আল্লাহর রহমতে আমরা ইতিকাফকারীদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি।