কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ

Sadek Ali
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৫ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে”র শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষায় মেধা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন। 

আরও পড়ুন: গোয়ালন্দে লাশ পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল ও মারুফ খানের প্রাণবন্ত পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধি মোঃ আকরাম হোসেন রিপন, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ সরকার, লাকি আক্তার প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্র স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে ফলাফল সিটি ও পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্রর সভাপতিত্বে 

শিক্ষকদের সমন্বয়ে স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে শিক্ষকদের ক্লাসে আরো বেশি সচেষ্ট হওয়ার জন্য তাগাদা দেয়া হয়। 

পরিচালনা পরিষদ ও শিক্ষক মন্ডলী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।