নেত্রকোণায় বিএনপির জনসংযোগে ৩১ দফা কর্মসূচির প্রচার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে ঘিরে নেত্রকোণায় জনসংযোগ কার্যক্রম চালিয়েছে দলটি।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শহরের মোক্তারপাড়া, ছোটবাজার, তেরীবাজার, বড়বাজার, আরামবাগ, জয়নগর ও কুরপাড় এলাকায় পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন অফিস-আদালতের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়।
আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: প্রেস সচিব
এই প্রচার কার্যক্রমে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন। তাঁর সঙ্গে ছিলেন মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় আরিফা জেসমিন নাহিন বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যে ক্ষমতায় গেলে যে-সব অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে, তা ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন