গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর ওবায়দুর শিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার ফোনটিও বন্ধ ছিল। নিহতের পরিবারের অভিযোগ, ওবায়দুরকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, সকালে স্থানীয়রা রাস্তার নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা