নাসিরনগরে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া থেকে)
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাসরিন এর নেতৃত্বে বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮.০০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ২০০ বস্তা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন।

আরও পড়ুন: পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউ‌দ্দিন আহমেদ ঢাকায় গ্রেফতার

অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেই সঙ্গে ১০০ খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে। পলাতক রয়েছেন দোকানের মালিক মোতাহার মিয়া।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে দোকান উচ্ছেদের নির্দেশ

আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন বলেন, চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে।