কাপাসিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।

''জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো'' এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। 

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এ্যানি

''টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে'' এই শ্লোগানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের টিকাদান নিশ্চিত করতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। টাইফয়েড জ্বরের ভয়াবহতা ও ক্ষতিকর দিক ব্যাখ্যা করে ভূমিকা উপস্থাপন করেন ডাঃ মোঃ শরিফ। 

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ । এছাড়া টিকাদান ক্যাম্পেইন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। 

আরও পড়ুন: কুলাউড়ায় জব্দকৃত বালু অপসারণে জরিমানা

অনুষ্ঠিত সভায় বাংলাদেশে টাইফয়েড জ্বর, টাইফয়েড জ্বর ও এর প্রভাব, টাইফয়েড জ্বর কিভাবে ছড়ায়, টাইফয়েড জীবাণুর সুপ্তকাল, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, টাইফয়েড জ্বরের লক্ষণসমূহ, টিকাদান ক্যাম্পেইন এর উদ্দিষ্ট জনগোষ্ঠী, কখন টিকা দেয়া যাবে না, গুজব মোকাবেলায় সঠিক তথ্য উপস্থাপন, ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন-হাদীসের আলোকে টিকা দেওয়ার গুরুত্ব সহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টিকাদানের জন্য টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে উদ্দিষ্ট সকল শিক্ষার্থী এবং শিশুদের Https://vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মনিবন্ধন সনদের ১৭ সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে একই ওয়েবসাইট থেকে টাইফয়েড টিকাদান কার্ড ডাউনলোড করে টিকাদানের দিন নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন করতে যেকোনো ধরনের সমস্যা হলে সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য সহকারী বা টিকাদানকর্মীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। 

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর গুরুত্ব সম্পর্কে দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে পরিবার ও প্রতিবেশীদের জানানো এবং তাদের টিকাদান ক্যাম্পেইনে সম্পৃক্ত করতে অনুরোধ জানানো হয়।