সাভারে অবৈধ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বায়ু দূষণরোধে সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার পর ঢাকার সাভারের  আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নে অবস্থিত ৬টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি ভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

বুধবার (০৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা  পর্যন্ত  সাভার উপজেলার শিমুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: লক্ষ্য ছিলেন সরওয়ার বাবলা, এরশাদ উল্লাহ নন: সিএমপি কমিশনার

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই সব ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়। একই সাথে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এজন্য বায়ু ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে সাভারের শিমুলিয়া এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

তিনি আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চালানো হবে। দিনব্যাপী এই অভিযানে শিমুলিয়ার ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য উপস্থিত ছিলেন।