থানার ভেতরে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম।

তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হতে ফরেন্স বিভাগকে জানানো হয়েছে। ফরেনসিক বিভাগ সেখান থেকে আলামত সংগ্রহ করছে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা মনে করে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন