টয়লেট সিট থেকে রোগ সংক্রমণের ঝুঁকি কতটা? জেনে নিন
পাবলিক বা শেয়ার করা টয়লেট সিট নিয়ে বহু মানুষেরই রয়েছে দুশ্চিন্তা। বিশেষ করে শত শত মানুষের ব্যবহৃত সিটে বসার সময় প্রশ্ন ওঠে, কী সত্যিই টয়লেট সিট থেকে রোগ ছড়াতে পারে? মাইক্রোবায়োলজিস্টদের মতে, অধিকাংশ রোগ ছড়ানোর ঝুঁকি অত্যন্ত কম। বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: জেনে নিন কোন খাবারে লুকিয়ে আছে হৃদরোগের ঝুঁকি
যে রোগগুলো সাধারণত টয়লেট সিট থেকে ছড়ায় না:
আরও পড়ুন: শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি? আগেই মিলতে পারে বিপদের সঙ্কেত
যৌনবাহিত রোগ (এসটিডি): যেমন গনোরিয়া, ক্ল্যামিডিয়া ইত্যাদি সরাসরি শরীরের তরল বিনিময়ের মাধ্যমে ছড়ায়।
রক্তবাহিত রোগ: টয়লেট সিটে রক্ত থাকলেও সংক্রমণের সম্ভাবনা কম।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই): মল থেকে ইউট্রিনারি ট্র্যাকটে সংক্রমণ খুবই অপ্রতিসাধ্য।
যে রোগগুলো টয়লেট সিট থেকে ছড়ানোর সম্ভাবনা আছে (যদিও ঝুঁকি কম):
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)
হারপিস ভাইরাস
মূত্রনালীর সংক্রমণ
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস
প্রোস্টাটাইটিস
এসটিডি
ক্যানডিডিয়াসিস
বিশেষজ্ঞদের পরামর্শ:
অপরিষ্কার বা ভিজে টয়লেট সিট এড়িয়ে চলুন।
টয়লেট ব্যবহারের পরে হাত ভালোভাবে ধুয়ে নিন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন।
অতিরিক্ত ভয় বা বিভ্রান্তিতে না পড়ে যুক্তিসঙ্গত সতর্কতা অবলম্বন করুন।
সাধারণভাবে, পাবলিক টয়লেট ব্যবহারে ধৈর্য ও সচেতনতা থাকলে সংক্রমণের ঝুঁকি খুবই কম।





