খাগড়াছড়িকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবনের নির্মাণকাজ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতের ইন্ধনে খাগড়াছড়িতে সহিংসতা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একটি সত্যিকার প্রশ্ন। এটা যাতে তারা ঘটাতে না পারে, সে জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে সেখানে আছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।”
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
বর্তমান পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র অনেক সময় দেশের বাইরে থেকে আসে। প্রতিহত করতে হলে সবার সহযোগিতা দরকার।”
তিনি আরও বলেন, “দেশে একটি বড় ধর্মীয় উৎসব চলছে। এ সময়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, রাস্তা-ঘাট বন্ধ না করেন। পূজাটা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সবাই সহযোগিতা করবেন।”
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে হচ্ছে কি না—প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “একটি মহল চেষ্টা করছে যাতে পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত না হয়। একটি মহলই খাগড়াছড়িতে এ ঘটনা ঘটানোর চেষ্টা করছে।”
এ সময় তিনি জানান, ঢাকা মহানগরীর ৫০টি থানার মধ্যে ২৫টির নিজস্ব ভবন রয়েছে। বাকি থানাগুলো ভাড়া বাড়িতে রয়েছে। নতুন ভবন নির্মাণের কাজ চলছে। আজ পাঁচটি থানার নির্মাণকাজ উদ্বোধন হয়েছে, যা ১৫ থেকে ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিগগিরই শাহবাগ থানার ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।