দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় শীর্ষে ঢাকা। ১৮৪ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া ১৭৮ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা (১৭৮), চতুর্থ স্থানে পোল্যান্ডের কের‌্যাকাউ (১৭০) এবং  ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার স্কপিয়ে। আইকিউএয়ারের মতে, এসব শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাধারণত একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি