আবহাওয়া বার্তা

অবিরাম বৃষ্টি থেমে রোদ উঠবে কোন সকালে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিতে কমেছে তাপদাহের দাপট, তবে এতে স্বস্তির চেয়ে দুর্ভোগই বেড়েছে বেশি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে জনজীবন। এ অবস্থার মধ্যে স্বস্তির খবর জানাচ্ছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি বলছে, আগামী শুক্রবার (১১ জুলাই) থেকে বৃষ্টি কিছুটা কমে গিয়ে রোদের দেখা মিলতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, আজ রাতে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি এলাকায় চলমান বৃষ্টিপাত আগামীকাল বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দেশের পূর্বাঞ্চল থেকে ক্রমান্বয়ে কমে আসতে পারে। 

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি

সংস্থাটি আরো জানায়, আগামীকাল রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরশুদিন দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। তবে আগামী শুক্রবার বৃষ্টি অনেক কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ জুলাই সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিন শেষে পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস