চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

গত তিন দিন ধরে টানা তীব্র তাপদাহে জ্বলছে চুয়াডাঙ্গা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩ টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। প্রাণীকূলও ওষ্ঠাগত। তীব্র তাপে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদেও ঘর থেকে বেরিয়ে কাজ করতে পারছেন না তারা।
এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে হিট এলার্ট জারি করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়িত সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
এই তীব্র তাপে বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে রোগী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ২০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, তীব্র তাপপ্রবাহে ফসল ও ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আরও কয়েকদিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। তবে, এখনই এই এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।