সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Sanchoy Biswas
হাবিবুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ২২ মে ২০২৫ | আপডেট: ১:২৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার(২১ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয় । আটককৃত লিটন মোল্লা ওই গ্রামের ঝুমুর উদ্দিন মোল্লার পুত্র ।

জানা গেছে, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লিটনের বাড়িতে  অভিযান চালান। এ সময় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। ওই দিন রাতে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃতকে  আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।