বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও ৮৫টি মোবাইলসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল আটক

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরায় ৮৫টি মোবাইলসহ ৩৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে উক্ত মালামাল আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা ৩টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ গেড়াখালী নামক স্থানে একটি চৌকষ আভিযানিক টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮৫টি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোন আটক করে। আটককৃত ৮৫টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৫ লক্ষ ৫০ হাজার টাকা। আটক মোবাইল ফোন সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর শ্মশ্বান নামক স্থান হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।

এছাড়াও, তলুইগাছা বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করা হয়। পদ্মশাখরা বিওপির আভিযানে বেড়িবাধ হতে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করা হয়। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করা হয়।

আরও পড়ুন: ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ১

গাজীপুর বিওপির আভিযানে ইউনুসের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করা হয়। মাদরা বিওপির আভিযানে উত্তর ভাদিয়ালী হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে লাঙ্গলঝড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়। বৈকারী বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

এছাড়াও, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করা হয়।

আটক মালামালের সর্বমোট মূল্য ৩৮ লাখ ১৫ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুণ/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যোগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।