ইউক্রেনের শস্য চুক্তি ঘিরে রাশিয়ার কোনো দাবি পূরণ হয়নি : পুতিন

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৩ | আপডেট: ৮:১৫ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করার অনুমতি দেওয়ার চুক্তি অনুযায়ী রাশিয়ার কোনো দাবিই পূরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পুতিন বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই—কিছুই করা হয়নি, কিছুই করা হয়নি। সবই একতরফা।’

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

মস্কো তার নিজস্ব রপ্তানিতে স্থায়ী বাধার কারণে বারবার চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া মেয়াদ বাড়াতে রাজি না হলে শস্য চুক্তির মেয়াদ ১৮ জুলাই শেষ হবে। খবর এএফপির।

২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় একইসঙ্গে রাশিয়ার খাদ্য ও সার অবাধ রপ্তানিতে একটি সমান্তরাল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করার কথা জানিয়ে পুতিন বলেন, ‘আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরও কিছু দিন আছে। আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’

রুশ নেতা আরও বলেন, যতদিন লাগে তিনি অপেক্ষা করতে প্রস্তুত।

চুক্তিটির মধ্যস্থতাকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার (১২ জুলাই) বলেন, তিনি চুক্তিটি রক্ষা করতে মস্কো ও কিয়েভের সঙ্গে কাজ করছেন।

চুক্তিটি এখনও পর্যন্ত ইউক্রেনকে কৃষ্ণ সাগর বন্দর থেকে ৩২ মিলিয়ন টন শস্য ও খাদ্যদ্রব্য রপ্তানির অনুমতি দিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, এই সপ্তাহে একটি বন্দরে শস্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।