আগামী সপ্তাহে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট : বিটিআরসি

আগামী সপ্তাহের শুরুতেই মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনো পরীক্ষামূলক কাজ চলছে।
তিনি আরও বলেন, "যেসব সঞ্চালন লাইন ও ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, সেগুলো কতটা কার্যকরী এবং মোবাইল ইন্টারনেটে যেহেতু বেশি চাপ পড়বে, তাই আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার বা সোমবার থেকে মোবাইল ইন্টারনেট চালু করার পরিকল্পনা রয়েছে।"
আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। পরের দিন সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। তবে গত মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে।
আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়