নিউইয়র্কে আখতারের উপর হামলা, মির্জা ফখরুল ও জারাদের গালিগালাজ আওয়ামী লীগ কর্মীদের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় হামলাকারীরা তাদের লক্ষ্য করে শারীরিকভাবে আক্রমণ চালায় এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিগালাজ করে।
আরও পড়ুন: সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির, এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এছাড়া প্রতিনিধি দলে জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আজ
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ভাষণের পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে যোগ দেবেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।