আশুলিয়ার শ্রমিক কলোনির ৮টি ঘরে আগুন

Sanchoy Biswas
সাভার সংবাদদাতা
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
আশুলিয়ার শ্রমিক কলোনির ৮টি ঘরে আগুন। ছবিঃ সংগৃহীত
আশুলিয়ার শ্রমিক কলোনির ৮টি ঘরে আগুন। ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ার নরসিংহপুরে একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

স্থানীয়রা জানায়, রাতে টিনশেড ঘরের একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা আশপাশে থাকা অন্যান্য টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে টিনশেড ঘরের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫৫ মিনিটে কাজ শুরু করলে ২টা ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যম থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন