ডাকসুর উদ্যোগে প্রতিমাসে আয়োজিত হবে মেডিকেল ক্যাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রতি মাসে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)।
ডাকসু সূত্রে জানা গেছে, ক্যাম্পটি অনুষ্ঠিত হবে জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এতে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।
আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখনো ফ্যাসিস্ট ঠিকাদারদের নিরাপদ নিকো বাণিজ্য কেন্দ্র
চিকিৎসক প্রদত্ত প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ শিক্ষার্থীরা বিনামূল্যে পাবেন। বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এ সেবা গ্রহণ করতে পারবেন।
মেডিকেল সিরিজ ক্যাম্পে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ